আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিলেন ছয়বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। একমাত্র ফুটবলার হিসেবে টপ পাঁচ ফুটবল লিগে টানা ১৩ মৌসুম ধরে ২০ গোল বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন এই ক্ষুদে জাদুকর।
হুয়েস্কার বিপক্ষে ম্যাচে মাঠে নামা'র পূর্বেই তার সামনে সুযোগ ছিলো গোলের এই রেকর্ডটি নিজের করে নেওয়ার। হলোও তাই! ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই গোল করলেন এই সুপারস্টার।
ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার বাম পায়ের শট ক্রসবারে লেগে জালে ঢুকলে এগিয়ে যায় বার্সেলোনা। সেই সাথে রেকর্ডের মালিকও বনে যান মেসি।
এরপর খেলার একেবারে শেষ মুহূর্তে ত্রিনকাওয়ের নিকট থেকে বল পেয়ে আবারও বা পায়ের জোড়ালো শটে গোল করেন মেসি। যার ফলে মৌসুমে তার গোলসংখ্যা হয় ২১!
সপ্তাহ দুয়েক আগে টানা ১২ মৌসুম অর্থ্যাৎ ১ যুগ ধরে ২০ গোল বা তার বেশি করার রেকর্ড গড়েছিলেন রো'নালদো। এবার সেই রো'নালদোকে পেছনে ফেলে আরও এক কাঠি এগিয়ে গেলেন মেসি।
২০০৮-২০০৯ মৌসুম থেকে শুরু করে চলতি মৌসুম অর্থ্যাৎ ২০২০-২০২১ পর্যন্ত; টানা এই ১৩ মৌসুমেই স্প্যানিশ লা লিগায় কমপক্ষে ২০ গোল বা তার বেশি করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।