এয়ারপোর্টে প্রবাসীদের হ;য়রানি যেন নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে অতিষ্ঠ হয়ে পড়ছে প্রবাসীরা।
বাংলাদেশ এয়ারপোর্টের নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম এখন লাগেজ ব্যবস্থাপনায় অনিয়ম। প্রতিদিনই এই সংক্রা'ন্ত অ'ভিযোগ আসছে প্রবাসীসহ সাধারণ যাত্রীদের থেকে।
সম্প্রতি ১৩ বছর দুবাই থেকে ১ মাসের ছুটি নিয়ে দেশে এসে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজের লাগেজের মালামাল খোয়া গেছে বলে জানান মির্জা সেলিম নামে এক প্রবাসী।
তিনি গত ৮ জুলাই এয়ার এরাবিয়ার (G9516) ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নিজের লাগেজ না পেয়ে সন্ধ্যা অব্ধি অ'পেক্ষা করেন।
পরে এয়ার এরাবিয়ার কর্মকর্তারা জানান, পরদিন তার লাগেজ বাসায় পৌঁছে দেয়া হবে।
কিন্তু তিন দিন পার হলে ৪র্থ দিন অর্থাৎ ১২ জুলাই এসএ পরিবহনের মাধ্যমে তার লাগেজ পৌঁছে দেয়া হয়। কিন্তু, লাগেজের চেইন ছিলো ভাঙা এবং প্রায় ২৫ হাজার টাকার মালামাল গায়েব ছিলো।
এ ব্যাপারে ক্ষো;ভ প্রকাশ করে মির্জা সেলিম বলেন, টিকিটের টাকা থেকে এয়ারপোর্টের নিরাপত্তা, উন্নয়নসহ নানা রকম চার্জ কর্তৃপক্ষ নিয়ে থাকে।
কিন্তু এ কেমন নিরাপত্তা। তিনি আরো বলেন, তিনি একা নন। শত শত প্রবাসী এমন হ;য়রানির শিকার, ক্ষ'তিগ্রস্ত হচ্ছেন।
এই বি'ষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসা মর'িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে লিখিত ভাবে জানিয়েছেন মির্জা সেলিম।
দীর্ঘ ১৫ বছর দুবাই কা'টানো মির্জা সেলিম এক মাসের ছুটিতে দেশে ফিরে এই বি;পত্তির মুখে পড়েন।
তিনি জানান, বিয়ে উপলক্ষে বিদেশে কেনা বিভিন্ন জিনিসপত্রে ভর্তি ছিল লাগেজটি।
ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেই লাগেজ খুঁজে পাননি সেলিম। ৪ দিন পর লাগেজ ফিরে পেলেও দেখেন যে প্রায় ১০ কেজি ওজনের জিনিসপত্র গায়েব। এতে 'হতাশ হয়ে পড়েন তিনি।