কয়েকদিন আগে আউট পাস নিয়ে আ মর'া একটি ভিডিও শেয়ার করেছিলাম। ভিডিওটি প্রকাশের পর ওই ভিডিওতে অনেক প্রবাসী ভাইয়েরা আমা'দের কাছে কমেন্ট করে বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চেয়েছেন।
সেসব প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়া সম্ভব না বলে বলেছিলাম পরবর্তী কোন ভিডিওতে এ বি'ষয় সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি আজকের এই ভিডিওটিতে কিছু প্রশ্নের উত্তর আপনারা পাবেন এবং আমা'দের দ্বিতীয় পর্বের ভিডিওতে অন্যান্য সকল গু'রুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পাবেন।
কারণ এখন অনেক প্রবাসী ভাইরা আউট পাশ সম্পর্কিত বিস্তারিত অনেক তথ্য জানেন না। আউট পাসের ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে আপনাদের যাদের দীর্ঘদিনের ভিজিট ভিসার ফাইন রয়েছে আপনারা সবাই চাইলেই এখন আউট পাশের সুযোগ নিয়ে নিজ দেশে চলে যেতে পারবেন।
মনে রাখবেন করো'নার পর আউট পাশ এখন খুবই সহজ করা হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন ফাইন মাফ করিয়ে ভিসা লাগিয়ে আরব আমিরাতের থেকে যাওয়া যাব'ে কিনা। উত্তর এ ধরনের কোনো সুযোগ আপাতত কাউকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এটি বর্তমানে সম্ভব নয়।
এছাড়া যারা সুযোগ নিতে চাচ্ছেন তাদের সকলকে মনে রাখতে হবে যে আউট পাসের জন্য সর্বপ্রথম আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে আউট পাস নিয়ে নিজ দেশে চলে যেতে পারবেন।