কুমিল্লার তিতাস উপজে'লার ভিক্ষুক বিশা পাগলার ঘরে রাখা বস্তায় পাওয়া গেছে ২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা। তিনি তিতাস উপজে'লার গাজীপুর গ্রামের বাসিন্দা। এই গ্রামে বিশা পাগলার একটি টিনশেড ঘরে থাকতেন।
৮ জুলাই নিজ বাড়ির একটি ঘরে তার স্বাভাবিক মৃ'ত্যু হয়। পরে তার শোবার ঘরে পাওয়া যায় তিনটি বস্তা। ম'ঙ্গলবার এসব বস্তা খোলা হলে বেরিয়ে আসে প্রচুর টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা।
কুমিল্লা তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঈদের দুদিন আগে শুক্রবার নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সেদিন সন্ধ্যায় বড় ভাই আওলাদ হোসেনকে তিনি বলেছিলেন, তার শরীরটা কেমন করছে। এরপর তিনি তাকে পানি খাওয়ান। ঘণ্টাখানেক পরে বড় ভাই এসে দেখেন বিশা মা'রা গেছেন। পরদিন মুন্সিবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দা'ফন করা হয়।
তিনি তার শোবার ঘরে কাউকে ঢুকতে দিতেন না। তার মৃ'ত্যুর সময়ও ঘরটি তালাব'দ্ধ ছিল। বি'ষয়টি নিয়ে তার প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে কৌতূহল ছিল। সেই কৌতূহল থেকেই ম'ঙ্গলবার তালা ভেঙে তার শোবার ঘরে ঢোকেন প্রতিবেশীরা।
এ সময় তিনটি বস্তা দেখে সন্দে'হ হয় তাদের। পু'লিশ এসে বস্তাগু'লো খুলে টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার পায়। ম'ঙ্গলবার রাত একটার দিকে পু'লিশের উপস্থিতিতে তার টাকা গোনা শুরু হয়ে বুধবার সকাল ১০টার দিকে শেষ হয়। ৯ ঘণ্টা গণনা শেষে ২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা পাওয়া যায়। এই টাকা দিয়ে কী করা হবে এমন প্রশ্নে ওসি সুধীন দাশ বলেন, ‘আ মর'া জেনেছি তার ভাই-বোন জয়েন্ট (যৌ'থ) অ্যাকাউন্ট খুলে টাকা রাখবেন। এ ছাড়া কিছু টাকা দিয়ে মাহফিলের আয়োজন করা হবে।’
কী করতেন বিশা পাগলা এমন প্রশ্নে ওসি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি কবিরাজি করতেন, মাজারে মাজারে ঘুরতেন। বিভিন্ন পীরের মুরিদ ছিলেন। কখনও কখনও ভিক্ষাও করতেন। তার কোনো স্বজন নেই। একজন কথিত মেয়ে আছে।’
বিশা পাগলার কথিত মেয়ে তাসলিমা আক্তার বলেন, ‘বাবা বিভিন্ন মাজারে ঘুরত। বিভিন্ন মানুষজন তার কাছে আসত। টাকাপয়সা দিয়ে যেত। বাবা টাকাগু'লো ঘরে রাখতেন। তবে এই টাকা দিয়ে কী করতে হবে তা বাবা কিছুই বলে যাননি।’
স্থানীয়রা বলেন, ‘বিশা পাগলার বাবা-মা মা'রা গেছেন অনেক আগে। মা'রা গেছেন তার এক বড় বোনও। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন মেজ।’ জাতীয় পরিচয়পত্র অনুসারে আমির হোসেনের জন্ম ১৯৬৭ সালের ১০ জানুয়ারি। বার্ধক্যজনিত কারণে তার মৃ'ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।