ফ্রান্সের জায়ান্ট পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে এখন। আগামী মৌসুমে এই তারকাকে বিক্রি করতে চাচ্ছে পিএসজি এমনটাই প্রকাশিত হচ্ছে গনমাধ্যমগু'লোতে।
কিছুদিন আগে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি নেইমা'রকে ই'ঙ্গিত করে যে বক্তব্য দিয়েছিলেন তাতে পরিষ্কার যে, তিনি নেইমা'রকে ছেড়ে দিতে চান। খেলাইফির ওই বক্তব্যের পর নেইমা'রও নাকি চলে যেতে প্রস্তুত এমন খবর জানিয়েছিল আরএমসি।
কিন্তু নেইমা'রকে বিক্রির ব্যাপারে পিএসজি কতদূর এগিয়েছে?
জানাগেছে, নেইমা'রকে বিক্রির কথা এখনও প্রকাশ্যে বলেনি পিএসজি। অর্থাৎ, নেইমা'রকে তারা এখনও বলেনি ক্লাব ছাড়ার জন্য। কিন্তু পিএসজি নেইমা'রকে বিক্রির জন্যও তৈরি। যদি সঠিক অফার আসে তাহলেই তারা নেইমা'রকে বিক্রি করে দিবে।
মূলত, সামনেই বিশ্বকাপ। তাই নেইমা'র এই মুহূর্তে পিএসজি ছাড়তে রাজি ছিল না। কিন্তু খেলাইফির ওই বক্তব্যের পর নেইমা'রও ক্লাব ছাড়তে রাজি। এখন শুধু পিএসজির বলার অ'পেক্ষা। কারণ যেখানে সম্মান থাকবে না, সেখানে নেইমা'রও থাকতে রাজি নয়।