নতুন দিন, পুরাতন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ের পর দ্বিতীয় টেস্টেও সেই ধা'রা অব্যা'হত রেখেছে টাইগাররা। শেষের দিকে এবাদত হোসেন এবং শরিফুল ইসলামের প্রতিরোধে শেষ পর্যন্ত ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
অথচ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল টাইগাররা। তামিম ইকবাল ৪৬ রান করে আউট হলেও নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় ২৬ ও ২৩ রান করে শুরুটা ভালো করে তামিমের মতোই বড় ইনিংস খেলতে পারেননি। লিটন দাস হাফসেঞ্চুরি পেয়েছেন। কিন্তু তিনিও ৫৩ রানের পর আর ইনিংস বড় করতে পারেননি।
এই ইনিংস বড় করতে না পারার অভ্যাসটা নিয়মিতই ভোগাচ্ছে বাংলাদেশকে। দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সও বেশ নাখোশ শিষ্যদের এমন পারফরম্যান্স দেখে।
তিনি বলেন, “তামিম এবং লিটন দারুণ খেলেছে। কিন্তু ওই ৪০-৫০ রান করে তো আর বড় স্কোর দাঁড় করানো যায় না। একবার শুরুটা হয়ে গেলে ওদের বড় রান করার প্রয়োজন।”
আগের টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানেই গু'টিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবার সে তুলনায় ভালো ব্যাটিং করেছেন তামিম-লিটনরা। তবে এবার পিচটাও আলাদা মনে করিয়ে দিলেন সিডন্স।
তিনি বলেন, “হ্যাঁ, আ মর'া আজ তুলনামূলকভাবে অনেক ধৈর্য দেখিয়ে বল ভালো ছেড়েছি। প্রথম টেস্টে তো বাইরের বলগু'লিও খেলছিলাম। ওরা ভালো বল করেছে, তবে আ মর'া ব্যাটটা ঠিকমতো করতে পারিনি। এই পিচে ২৩০ (প্রকৃতপক্ষে ২৩৪) একেবারেই ভালো রান নয়।”