এবারের ট্রান্সফারেই নেইমা'র জুনিয়রকে বিক্রি করতে চায় পিএসজি। ক্লাবের খরচ কিছুটা কমাতে ব্রাজিলিয়ান এই তারকাকে বিক্রি করতে চায় ফ্রান্সের ক্লাবটি। এমন খবর যখন চারদিকে তখন নেইমা'রের সমালোচনা করলেন সাবেক ইংল্যান্ড তারকা স্টুয়ার্ট রবসন।
ইএসপিএনে আলোচনায় সাবেক এই তারকা নেইমা'রকে পিএসজির সমস্যা বলে উল্লেখ করেছেন।
আর্সেনাল এবং ওয়েস্ট হা'মে খেলা এই মিডফিল্ডার বলেন, “আমি মনেকরি পিএসজির সমস্যা হচ্ছে নেইমা'র। সে ব্যক্তিগত ভাবে গ্রে'ট প্লেয়ার 'হতে পারে, কিন্তু সে যথেষ্ট ধা'রাবাহিক নয়। সে দলগত প্লেয়ার নয়।”
উল্লেখ্য যে, পিএসজি এই তারকাকে বিক্রি করতে চাইলেও বি'ষয়টি তাদের জন্য সহজ হবে না। কেননা, নেইমা'রের উচ্চ বেতন এবং তার ট্রান্সফার ফি বাধা 'হতে পারে তার ট্রান্সফারের ক্ষেত্রে।
তাছাড়া নেইমা'রকে বেতন দেওয়ার মত ক্লাবও খুব বেশি নেই। নিউক্যাসল ইউনাইটেড আগ্রহী হলেও সেখানে নেইমা'রের না যাওয়াটাই স্বাভাবিক।