চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা, ইউরোপা লিগ নিশ্চিত করতেই ঘাম বেরিয়ে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। সবাই ধারণা করেছিল, চ্যাম্পিয়নস খেলতে না পারার জন্য ম্যানইউ ছাড়বেন ক্রিস্টিয়ানো রো'নালদো। তবে রো'নালদো সি'দ্ধান্ত নিয়েছিলেন থেকে যাওয়ার!
কিন্তু চলতি গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনোরকম সাড়া না দেখে বি র'ক্ত রো'নালদো। দলবদলে এখনো একজন খেলোয়াড়ও কিনতে পারেনি তারা। বার্সেলোনা থেকে ডাচ মিডফিল্ডার ফ্রাংকি ডি ইয়ংকে কেনার চেষ্টা করেও এখন পর্যন্ত আশার আলো দেখেনি।
গু'ঞ্জন রয়েছে, দলবদলের বাজারে ইউনাইটেডের এমন অবস্থা আর কয়দিন থাকলেই ক্লাব ছাড়ার চূড়ান্ত সি'দ্ধান্ত নিবেন পর্তুগিজ সুপারস্টার।
অন্যদিকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়তে মর'িয়া হয়ে উঠেছেন পোলিশ ফুটবলার রবার্ট লেভানডোভস্কি। তাকে কিছুতেই ধরে রাখতে পারছে না তারা। লেভানডোভস্কি যদিও বার্সেলোনাতেই যেতে চান, তবে স্প্যানিশ ক্লাবটির স'ঙ্গে দামে বনিবনা হচ্ছে না বায়ার্নের।
এদিকে স্প্যানিশ গণমাধ্যম এএসের সাংবাদিক পেদ্রো ইরানজোর দাবি এই দুই অসুখী ফুটবলারকে অদল-বদল করতে চাইছে বায়ার্ন মিউনিখ। এমনকি বায়ার্নের এই প্রস্তাবে ম্যানচেস্টার ইউনাইটেডও সায় দিয়েছে বলে জানিয়েছেন ইরানজো।
তবে অন্যদিকে আবার বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগাবি'ষয়ক সাংবাদিক রো'নান মা'রফি দাবি করেছেন ইরানজোর প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। রো'নালদোকে দলে ভেড়ানোর কোনো পরিকল্পনা নেই জার্মান ক্লাবটির। এদিকে লেভানডোভস্কির জন্য নতুন করে সাড়ে তিন কোটি ইউরোর একটা প্রস্তাব পাঠিয়েছে বার্সেলোনা। কিন্তু এই নতুনও প্রস্তাবেও এখন পর্যন্ত রাজি হয়নি তারা।
লেভানডফস্কির জন্য ৫ কোটি ইউরো চায় বায়ার্ন। এর কমে তারা কোনোভাবেই পোলিশ স্ট্রাইকারকে বিক্রি করতে রাজি নয় তারা।