কো'পা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন ইতালি কিছুদিন আগে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের মধ্যকার এই ম্যাচটির নাম দেওয়া হয়েছিল ফাইনালিসিমা।
ম্যাচে ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা এবং জিতে শিরোপা। এই শিরোপাকে আর্জেন্টিনার আরেকটি মেজর ট্রফি হিসেবেই বিবেচনা করছিল ভক্ত ও গনমাধ্যমগু'লো।
যেহেতু এটাকে মেজর শিরোপা হিসেবেই দেখা হচ্ছিল, তাই লিওনেল মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারে দ্বিতীয় মেজর শিরোপা জয়ও ছিল এটা। কিন্তু এবার সবকিছুতে যেন জল ঢেলে দিল ফিফা।
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে দেখা যায় আর্জেন্টিনা এবারের র্যাংকিংয়ে উঠে এসেছে তালিকার তিনে। তবে সেটা সম্ভব হয়েছে ফ্রান্সের বিশাল পয়েন্ট হারানোর জন্য।
এই র্যাংকিংয়ে দেখা যায়, ফিফা আর্জেন্টিনা এবং ইতালির মধ্যকার এবারের ম্যাচটির মূল্যায়ন করেছে প্রীতি ম্যাচ হিসেবে। যদি কোন ফাইনাল ম্যাচ হিসেবে মূল্যায়ন করা 'হত তাহলে আর্জেন্টিনার পয়েন্ট আরও বাড়ত।