র্যাংকিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়াকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেছে ডিফেন্ডার আঁখি খাতুন। শুধু গোলই নয়, ম্যাচ জুড়েই আলো ছড়িয়েছেন সিরাজগঞ্জের এই মেয়ে। ম্যাচের মধ্যমণি হয়ে ছিলেন আঁখি। তার এমন পারফরম্যান্স প্রতিপক্ষ দলের অধিনায়ক’ও হয়তো মুগ্ধ হয়েছেন।
তা না হলে কি আর ম্যাচ চলাকালীন সময়েই আঁখির সম্পর্কে জানার আগ্রহ দেখায়!
ম্যাচ জুড়ে ফুটবল পায়ে সৌরভ ছড়ানো আঁখিকে নিয়ে কৌতুহুল জন্মায় মালয়েশিয়া অধিনায়ক স্টেফি সার্জ কৌরের। তাই ম্যাচ চলাকালীন সময়েই আঁখির সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। এ ব্যাপারে আঁখি বলেন, ‘ম্যাচের সময় তো কথা বলার সুযোগ হয়না। সে শুধু আমাকে জিজ্ঞেস করছে, আমা'র বয়স কত এবং কী কী খাই। এটা শুনে আমি শুধু হেসেছি। ‘
দলের ২৩ ফুটবলারের মধ্যে উচ্চতায় সবচেয়ে বড় আঁখি খাতুন। তার উচ্চতার সুযোগ কাজে লাগাতে অনুশীলনের সেট পিসে তাকে নিয়ে বেশি কাজ করেছেন গো'লাম রব্বানী ছোটন। অনুশীলনের সেই টোটকা আজ ম্যাচে কাজে লাগিয়েছেন আঁখি। ম্যাচ শেষে সংবাদকর্মীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি।
জোড়া গোল করেছেন, কেমন অনুভূ'তি হচ্ছে- এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বরাবরের মতোই খানিকটা ল'জ্জাবতী হয়ে গেলেন আঁখি। তারপর বললেন, ‘২০১৭ সালে এই দলের কাছে হেরেছিলাম, কঠোর পরিশ্রম করেছি তাই আজ জিতলাম। পার্থক্য হচ্ছে ওরা করো'নার মধ্যে অনুশীলন করে নাই কিন্তু আ মর'া করেছি। গোল করতে পেরে ভাল লাগছে। ‘