চলতি বছরের শুরু থেকেই একপ্রকার ব্যর্থ বাংলাদেশ দলের টপঅর্ডার। বিচ্ ছিন'্নভাবে দুই-একজন ভালো ইনিংস খেললেও, দলগতভাবে তেমন ভালো শুরু পাচ্ছে না বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও দেখা গেছে অ'ভিন্ন চিত্র।
দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় কিছু ভালো ইনিংস খেলেছেন। কিন্তু তিন ও চারে নামা নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকরা চূড়ান্ত ব্যর্থ। তাই এবার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে এনামুল হক বিজয়ের টেস্ট প্রত্ যাব'র্তনের। দ্বিতীয় টেস্টেই হয়তো টপঅর্ডারে দেখা যেতে পারে বিজয়কে।
সবশেষ ২০১৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট ক্রিকেট খেলেছিলেন এনামুল বিজয়। প্রায় আট' বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজ সফরেই 'হতে পারে তার প্রত্ যাব'র্তন। শুক্রবারের ম্যাচে বাংলাদেশ একাদশে বিজয়কে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
আর সেই সুযোগ পেলে তা কাজে লাগিয়ে টেস্ট ক্রিকে'টের প্রতি নিজের ভালোবাসার প্রমাণ দিতে চান বিজয়। প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ডাক পেলেও, দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে নিয়েছে বাংলাদেশ। সবসময় টেস্টের জন্য আলাদা টান ছিল বলে জানালেন ২৯ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটার।
বিসিবির আপলোড করা ভিডিওতে বিজয় বলেছেন, ‘এটি সত্যি যে আমি সাদা বলে ডাক পেয়েছিলাম, সাদা বলেই অনুশীলন করছিলাম কিন্তু মাথার মধ্যে সবসময়… আমি নিজেও কয়েকবার বলেছি এবং বিশ্বা'স করি যে, টেস্ট ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসি। এটা আমা'র ভেতরে অনেক বেশি প্যাশন কাজ করে।’
তিনি আরও যোগ করেন, ‘যখন সুযোগ পাবো আমি অবশ্যই প্রমাণের চেষ্টা করবো। যেহেতু আট' বছর পর ডাক পেয়েছি টেস্টে, এটা আমা'র জন্য বড় সুযোগ। এখন প্রমাণ করতে হবে যে এটা আমি আসলে অনেক পছন্দ করি, আসলেই ভালোবাসি।’
এসময় টপঅর্ডারের সাম্প্রতিক ব্যর্থতার সমাধানের ব্যপারে ভাবনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আসলে আমি ভাবছি, যদি সুযোগ পাই, সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন ভালো একটা সংগ্রহ স্কোরবোর্ডে দিতে পারি। এখানে গু'রুত্বপূর্ণ হলো শুরুতে ভালো স্কোর দাঁড় করানো। যে-ই খেলি না কেনো।’