চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর পিএসজিতে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল। সে আভাস সত্যি করেই ক্লাবটির ক্রীড়া পরিচালকের পদ ছেড়ে গেছেন লিওনার্দো।
এসেছেন নতুন পরিচালক লুইস ক্যাম্পোস। চলে যাব'েন কোচ মর'িসিও পচেত্তিনোও। লিল কোচ ক্রিস্তোফার গালতিয়েরের জায়গা নেওয়া মোটামুটি নিশ্চিত।
ফরাসি সংবাদমাধ্যমের কথা অনুযায়ী, এ বি'ষয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। আর এই নতুন শুরুর পুরোধা হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে ‘চোখের মণি’ বানিয়ে পথ দেখতে চায় পিএসজি। নতুন চুক্তিতে এমবাপ্পেকে বানানো হয়েছে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। তখন অনেকেই ভেবেছেন, এমবাপ্পের প্রতি পিএসজি সব মনোযোগ দিলে ক্লাবটিতে নেইমা'র থাকবেন তো? এ ছাড়া লিওনেল মেসিও তো আছেন!
মেসির বয়স ৩৪ বছর। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় মেসি নিজেও জানেন, আর কোনো ক্লাবেই তিনি পরিকল্পনার মধ্যমণি হয়তো 'হতে পারবেন না। কিন্তু নেইমা'রের বয়স ৩০, এমবাপ্পে আসার আগে নেইমা'রকে ঘিরেই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখেছে পিএসজি। এমবাপ্পে এসেও সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি। ফরাসি তারকার স'ঙ্গে নতুন চুক্তির পর সবাই যখন ভেবেছেন, নেইমা'র এবার হয়তো পিএসজি ছাড়তে পারেন, ঠিক তখনই ব্রাজিলিয়ান তারকা নিজেই জানিয়েছেন, তিনি পিএসজিতেই চুক্তির মেয়াদ পূরণ করতে চান।
যদিও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হওয়ার পর লিগ ম্যাচে পিএসজির স মর'্থকের দুয়ো শুনেছেন নেইমা'র। পিএসজির স'ঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।