বর্তমানে নিজ এলাকায় নড়াইলে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সেখানে নিজে সংসদ এলাকা বিভিন্ন উন্নয়ন নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন মাশরাফি।
কিন্তু গত সোমবার (২০ জুন) নিজ এলাকায় জনসাধারণের সুবিধা অসুবিধা জানতে মোটরসাইকেলে সফরের এক পর্যায়ে দুপুরের দিকে সদর উপজে'লার মাইজপাড়ায় দুর্ভাগ্যক্রমে একটি ছোট্ট পাখির আঘা'তে মাশরাফীর ডান চোখ মা'রাত্মকভাবে ফুলে ওঠে।
তাৎক্ষণিক চোখের একটু পরিচর্যা, সেই ফাঁ'কে সামান্য বিশ্রাম নিয়েই পূর্ব নির্ধারিত সব প্রোগ্রাম বিরামহীন শেষ করেন গভীর রাত পর্যন্ত। তবে বিশ্রাম নেওয়ার সময় নেই মাশরাফি বিন মুর্তজার।
চোখের খারাপ অবস্থার পরেও এলাকাবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় দ্বিতীয় দিনের মতো ম'ঙ্গলবার (২১ জুন) সাধারণ মানুষের খোঁজখবর জানতে নিজ নির্বাচনী এলাকার নানা প্রান্তে ছুটে বেড়িয়েছেন তিনি।
নিজ নির্বাচনী লোহাগড়া উপজে'লায় দুপুরে উপজে'লা পরিষদ মিলনায়তনে আয়োজিত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দুস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মাশরাফি। এ দিন জনপ্রতি ১০ হাজার টাকা করে ৩০ দুস্থ নারী পুরুষের মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।