বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের এবারের সিরিজের টিভি স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মা'র্কেটিং ‘টিএসএম’। বেশ কয়েক বছর ধরেই টিএসএমের থেকেই স্বত্ব কিনে খেলা সম্প্রচার করে আসছিল বাংলাদেশের দুই বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং টি স্পোর্টস।
কিন্তু সম্প্রতি টোটাল স্পোর্টস মা'র্কেটিং ‘টিএসএম’-এর স'ঙ্গে ওই কনসোর্টিয়ামের এক বড় ধরনের ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এ সিরিজের টিভি প্রচার স্বত্বটা টোটাল স্পোর্টস মা'র্কেটিংয়ের কেনা, তাই তাদের কাছ থেকে ফিড না নিলে বাংলাদেশের টিভিতে খেলা দেখানো সম্ভব নয়।
তবে টিভির অগণিত দর্শকদের জন্য রয়েছে সুখবর।একটি প্রক্রিয়া চলছে। বাংলাদেশের টিভি দর্শকরা আবার ঘরে বসে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দেখতে পাবেন। একটি নির্ভরযোগ্য সূত্রে এমন আভাস মিলেছে।