আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে 'হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে শিখর ধওয়ানের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
কারণ দক্ষিণ আফ্রিকার সিরিজেই যখন তাঁকে ডাকা হয়নি, এটাই নাকি বিশ্বকাপের দলে গব্বরের না থাকার একটা ই'ঙ্গিত। সুনীল গাভাসকরের মতে, সন্ন বিশ্বকাপের দলে শিখর ধওয়ানের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনাই নাকি নেই।
সদ্য সমাপ্ত আইপিএলে অন্যান্য তারকাদের স'ঙ্গে রীতিমত পাল্লা দিয়ে রান করেছেন এবার শিখর ধওয়ান। সারে চারশো রানের গন্ডীও টপকেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরু'দ্ধে টি টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়নি তাঁর। শুধু তাই নয় ইংল্যান্ডের বিরু'দ্ধেও টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি শিখর ধওয়ান।
ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৬৮টি ম্যাচে ১৭৫৯ রান করেছেন শিঘর ধওয়ান। ২০২১ সালে শেষবার শ্রীলঙ্কার বিরু'দ্ধে ভারতের হয়ে টি টোয়েন্টি খেলেছিলেন গব্বর। এরপর থেকে আর এই ফর্ম্যাটে তাঁকে দেখা যায়নি।
সুনীল গভাসকর জানিয়েছেন, ‘আমি তাঁর নাম দেখতে পাচ্ছি না। যদি তাঁর নাম দেখার সম্ভাবনা থাকত, তবে দক্ষিণ আফ্রিকার বিরু'দ্ধে সিরিজে তাঁকে দেখতে পাওয়া যেত। অনেক ক্রিকেটারই ইংল্যান্ডে চলে গিয়েছেন। সেই জায়গায় এই সিরিজে তো জায়গা পেতেই পারতেন শিখর ধওয়ান। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে আমি তাঁকে দেখতে পাচ্ছি না’।