গত মৌসুম থেকেই জিদান ও পিএসজিকে জড়িয়ে অনেক রিউমা'র ছড়াতে থাকে। তবে সব খবরেই এটা বলা হয় যে, পিএসজি জিদানকে কোচ করতে চায় কিন্তু জিদান পিএসজির কোচ 'হতে আগ্রহী নয়।
হঠাৎ করেই কিছুদিন আগে গু'ঞ্জন উঠেছিল যে, জিদানই হচ্ছেন পিএসজির নতুন কোচ। বিশেষ করে ফ্রান্সের প্রদানমন্ত্রীর জিদানকে নিয়ে বক্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিল এমনটাই 'হতে যাচ্ছে।
কিন্তু আরএমসি স্পোর্টস জানিয়েছে তেমন কিছুই হয়নি। জিদান এখনও পিএসজির কোচ 'হতে রাজি হয়নি। ফলে পিএসজিকে বিকল্প উপায়গু'লো বিবেচনায় আনতেই হচ্ছে।
জিদান আগেই বলেছিল তার স্বপ্ন ফ্রান্সের কোচ হওয়া। সেই সম্ভাবনা রয়েছে ২০২২ বিশ্বকাপের পর। জিদান সেই পর্যন্ত অ'পেক্ষা করতে চান। যদি বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হওয়ার সুযোগ না হয় তখন তিনি কোন ক্লাবের কোচিংয়ে ঢুকতে পারেন।