ব্রাজিলের সাবেক লিজেন্ড রো'নালদিনহো। ফুটবলা'ঙ্গনে কোটি কোটি ভক্ত রয়েছে তার। তার ফুটবল ম্যাজিকের প্রেমে পরেনি এমন ফুটবল প্রেমী পাওয়া যাব'ে না। যদি কেউ বলে সে রো'নালদিনহোর ফুটবল ম্যাজিকের প্রেমে পরেনি তাহলে সে ফুটবলকেই ভালোবাসতে পারেনি।
অনেক তরুণ ফুটবলারের আইডল দিনহো। ব্রাজিলের এই সাবেক লিজেন্ড ফুটবলকে অনেক আগেই বিদায় বলেছেন। তবে এখনও মাঝে মধ্যে চ্যারিটি ম্যাচে খেলতে দেখা যায় তাকে।
সেই রো'নালদিনহোকে আজ আবারও দেখা গেল মাঠে। মিয়ামিতে একটি চ্যারিটি ম্যাচে খেলেছিলেন তিনি। সেখানে রবার্তো কার্লোসের একাদশের বিপক্ষে দিনহো একাদশের প্রধান হয়েই খেলেছিলেন এই লিজেন্ড।
ম্যাচে দিনহো একাদশের হয়েই খেলেছিলেন বর্তমান সময়ের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। গোলও করেছেন তিনি। সেটাও আবার রো'নালদিনহোর পাস থেকেই।