সম্প্রতি বাংলাদেশে নির্মিত হয়েছে ধা'রাবাহিক নাটক টিম ওয়েস্ট ইন্ডিজ। বহুল আলোচিত এই নাটক ইতি মধ্যে মন কেরেছে লাক্ষে বাংলাদেশিদের।
যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রতিটি ক্রেকটারকে নিয়ে হাস্য বিনোদনে সাজানো নাটকটি।শুধু বাংলাদেশিদের নয় এই নাটকটি বাংলাদেশের সিমানা পেরিয়ে চলে গেছে সুদুর ওয়েস্ট ইন্ডিজ।
এবার সেই নাটকে চোখ পরেছে ওয়েস্ট ইন্ডিজের বি ধ্বং'সী ব্যাটার “ক্রিস” গেইলের। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাংলাদেশের এই নাটকের অনেক প্রশংসাও করেছেন “ক্রিস” গেইল।
তিনি তার টুইটার পোস্টে লেখেন আমি সত্যি অবাক, আমা'দের নিয়ে বানানো নাটকটি সত্যি অসাধারন ও ভালো লাগার। আমি একজন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার হয়ে গর্ববোধ করছি।
মাইদুল রাকিব প্রচালিত এই নাটকে মা'রজুক রাসেল অ'ভিনয় করেছেন “ক্রিস” গেইলের চরিত্রে। মা'রজুক রাসেলকে অ'ভিনন্দন জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের একতারকা ক্রিকেটার।