গত বারের রঞ্জিতে ফাইনালে উঠে হারতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। এ বার বিদায় সেমিফাইনাল থেকেই। মধ্যপ্রদেশের বিরু'দ্ধে ১৫০ রানে হার বাংলার।এ বারের রঞ্জি সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলা। মধ্যপ্রদেশের বিরু'দ্ধে ১৭৪ রানে হেরে গেলেন অ'ভিমন্যু ঈশ্বরনরা। রঞ্জির ফাইনালে পৌঁছে গেল মধ্যপ্রদেশ।
চতুর্থ ইনিংসে ৩৫০ রানের লক্ষ্য ছিল বাংলার সামনে। সেই রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলা। প্রথম বলেই উইকেট দেন অ'ভিষেক রামন। এর পর খুব বেশি রান পাননি সুদীপ ঘরামিও (১৯)।
অ'ভিষেক পোড়েল (৭) এবং মনোজ তিওয়ারিও (৭) রান পাননি। শনিবার শুরুতেই ফিরে যান অনুষ্টুপ মজুম'দার (৮)। রান পেয়েছেন একমাত্র অধিনায়ক অ'ভিমন্যু ঈশ্বরন। তিনি করেন ৭৮ রান। চতুর্থ ইনিংসে বাংলা করে ১৭৫ রান। শেষ হয়ে যায় ফাইনালে ওঠার স্বপ্ন।
সেমিফাইনালে শুরু থেকেই চাপে ছিল বাংলা। প্রথম ইনিংসে হিমাংশু মন্ত্রীর শতরানের দাপটে ৩৪১ রান তোলে মধ্যপ্রদেশ। সেই রান তাড়া করতে নেমে মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ শতরান করেন।
তাঁদের শতরানের দাপটে কিছুটা লড়াই করার মতো জায়গায় পৌঁছয় বাংলা। বাকি ব্যাটারদের মধ্যে চার জন শূন্য করেন। দুই সংখ্যার ঘরে পৌঁছেছিলেন এক মাত্র অ'ভিমন্যু ঈশ্বরন (২২)। বাকি আর কেউ রান পাননি। বাংলা শেষ হয়ে যায় ২৭৩ রানে। মধ্যপ্রদেশ লিড পেয়ে যায় ৬৮ রানে।
রঞ্জি ট্রফির সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলা। গত রঞ্জিতে ফাইনাল খেললেও এ বার সেই সুযোগ পেলেন না তাঁরা। কী কী ভুল হল মধ্যপ্রদেশের বিরু'দ্ধে?স্বপ্নভ'ঙ্গ। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা, ঝাড়খণ্ডের বিরু'দ্ধে রেকর্ড গড়ার পরেও খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাকে
রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরু'দ্ধে হার অ'ভিমন্যু ঈশ্বরনদের। কোন কোন কারণে হারতে হল বাংলাকে?দল নির্বাচন,অ'ভিষেক রামনের ব্যর্থতা,একাধিক ক্যাচ ফেলা,শট নির্বাচন,ও মধ্যপ্রদেশের স্পিনারদের দাপট