অ্যান্টিগা টেস্টে এখনও সুবিধাজনক অবস্থানে পৌছাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষেও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখতে হচ্ছে। ১৬২ রানের বড় লিডের বিপরীতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৫০ রান জড়ো করতেই টাইগাররা হারিয়ে ফেলেছে ২ উইকেট।
বাংলাদেশ টস হেরে ব্যাট করে মাত্র ১০৩ রানে প্রথম ইনিংসে অলআউট হয়। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৬৫ রান তোলে। জবাবে ৫০ রান করা বাংলাদেশ স্বাগতিকদের প্রথম ইনিংস থেকে এখনও পিছিয়ে আছে ১১২ রানে। ক্রিজে থাকা ওপেনার মাহমুদুল জয় ১৮ রান করেছেন। তার স'ঙ্গী নাজমুল শান্ত ৮ রানে তৃতীয় দিন শুরু করবেন।
দ্বিতীয় ইনিংসে নাইটওয়াচম্যান হিসেবে তিন নম্বরে পাঠানো হয় মিরাজকে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে বেশ ভালো করলেও গতকাল ৬ বলে ২ রান করে ফিরে যান তিনি। দিনের খেলা শেষে তিন নম্বরে ব্যাটিংয়ের কারণ জানিয়েছেন মিরাজ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়ার বি'ষয়ে এ তরুণ ক্রিকেটার বলেছেন, ‘আ মর'া আসলে মূল উইকেটগু'লো হারাতে চাচ্ছিলাম না। ৪৫ মিনিটের মতো বাকি ছিল। যে কারণে আমি ওপরে উঠে আসি। আমা'র জন্য দারুণ সুযোগ ছিল মিডল অর্ডারে রান করার। কিন্তু আমি সেটা করতে পারিনি। আশা করছি এরপর সুযোগ আসলে কাজে লাগাব।’
ম্যাচের এমন পরিস্থিতিতে নিজেদেরকে কোথায় দেখছেন মিরাজ? উত্তরে বললেন, ‘ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছি। যদি দুইটা শত রানের জুটি হয়, দুইজন ব্যাটসম্যান ৭০ করে রান পায়, তবে সুযোগ আমা'দেরও আছে। আমা'দের লক্ষ্য আগামীকাল পুরো দিন ব্যাট করা। ভালো ব্যাট করলে সুযোগ থাকবে।’