বর্তমানে ব্রাজিলের নাম্বার টেন জার্সির মালিক হচ্ছেন সবচেয়ে বড় তারকা নেইমা'র জুনিয়র। ব্রাজিলের দশ নম্বর জার্সি শোভা পায় তার গায়েই। কিন্তু একটা সময় তাকে অবসর নিতে হবে। বিদায় বলতে হবে জাতীয় দলকে। তখন এই জার্সির মালিক হবে কে?
নেইমা'র পরবর্তি ব্রাজিলের নাম্বার টেন কে হবে সেটা হয়তো বলে দিবে সময়। তবে নেইমা'র হয়তো মনে মনে রোদ্রিগোকেই পরবর্তি নাম্বার টেন ভাবছেন। সম্প্রতি রোদ্রিগো নিজেই জানিয়েছেন এই কথা।
রোদ্রিগো এখনও ব্রাজিল জাতীয় দলে নিজের অবস্থান পাকা করতে পারেনি। তবে এই রোদ্রিগোর মাঝেই হয়তো বিশেষ কিছু দেখেছেন নেইমা'র যার জন্য তাকে অফার করেছেন নাম্বার টেন জার্সি
রোদ্রিগো এখনও ব্রাজিল জাতীয় দলে নিজের অবস্থান পাকা করতে পারেনি। তবে এই রোদ্রিগোর মাঝেই হয়তো বিশেষ কিছু দেখেছেন নেইমা'র যার জন্য তাকে অফার করেছেন নাম্বার টেন জার্সি।