ল্যতিন আমেরিকান জায়ান্ট আর্জেন্টিনার নাম্বার ওয়ান গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন এমিলিয়ানো মা'র্তিনেজ। আর্জেন্টিনার হয়ে এখনও পরাজয়ের তেতো স্বাদ পাননি তিনি।
মা'র্তিনেজ গোলবারের নিচে থাকা একটি ম্যাচেও হারেনি আর্জেন্টিনা। ১৯টি ম্যাচের মধ্যে ১৫টি জয় এবং চারটি ম্যাচে ড্র করেছে তারা। দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে আর্জেন্টিনা গোলবারের নিচে যুগিয়েছে আস্থা।
আর্জেন্টিনা গত এক বছরের মধ্যে দুটি শিরোপা জিতেছে যেখানে মা'র্তিনেজের দারুণ অবদান রয়েছে। কো'পা আমেরিকায় তো সেরা গোলকিপারই হয়েছিলেন তিনি।
কো'পা আমেরিকার মতই বিশ্বকাপেও সেরা গোলকিপার 'হতে চান এমিলিয়ানো মা'র্তিনেজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
এমিলিয়ানো মা'র্তিনেজ বলেছেন, “আমি জাতীয় দলের হয়ে অনেক কিছু জিততে চাই। তাই আমাকে সবসময় বড় কিছুই ভাবতে হবে। বন্ধুদের স'ঙ্গে কফি খেতেও যাই না আমি। নিজের খেলার প্রতি আমি পুরোপুরি নিবেদিত। বিশ্বকাপের সেরা গোলকিপার 'হতে চাই আমি।”