আন্তর্জাতিক ফুটবলে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। টানা ৩৩টি ম্যাচে অ'পরাজিত থাকার রেকর্ড করেছে তারা। নিজেদের ইতিহাসে এত ম্যাচ টানা অ'পরাজিত থাকার নজির ছিল না তাদের।
ছুটছেন ইতালির করা বিশ্বরেকর্ড ভাঙার পথে। এই সময়ের মধ্যে দুটি শিরোপা জিতেছে তারা। একটি কো'পা আমেরিকা এবং অন্যটি ফাইনালিসিমা।
দুর্দান্ত পথ চলা স'ঙ্গে দারুণ খেলা উপহার দেওয়া আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপে অনেকেই ফেবারিট মানছেন। তবে আর্জেন্টিনার তারকা লিওনার্দো পারেদেস নিজেদের একচ্ছত্র ফেবারিট মানতে চাননি।
তার মতে যেকোন দলের বিপক্ষে লড়াই করার মানসিকতা নিয়েই বিশ্বকাপে যাব'ে তার দল। তবে ফেবারিট হিসেবে নিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের নামটি।
পারেদেস বলেন, “আমি জানি না আ মর'া ফেবারিট কি না। তবে আ মর'া যে কারও বিপক্ষে লড়াই করবো। আমা'দের সেই খেলোয়াড় আছে। এছাড়া আরও ভালো দল রয়েছে। ফ্রান্স অবশ্যই দাবীদার। ব্রাজিল তো ব্রাজিলই। ইংল্যান্ডেও অনেক ভালো খেলোয়াড় রয়েছে।”
লিওনেল মেসিকে নিয়ে পারেদেস বলেন, “মেসি জানে এটিই তার শেষ বিশ্বকাপ 'হতে পারে। তাই সে সবকিছু উপভোগ করতে চাইছে। আ মর'া জয়ের মধ্যে আছি। এটি ভালো। আ মর'া যেভাবে খেলছি তা সত্যিই দুর্দান্ত। মেসিকে স'ঙ্গে নিয়ে এটি করতে পারা আরও আনন্দের।”