নিজের ব হু’মুখী অ'ভিনয় প্রতিভা এবং সৌন্দর্য নিয়ে সবসময় বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় থাকেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। অ'ভিনয় দক্ষতার সাথে সাথে এই অ'ভিনেত্রীর ফ্যাশন সেন্সও দেখার মত। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ার্স লক্ষাধিক।
তবে অ'ভিনয় সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতেও একইরকমভাবে অ্যাক্টিভ এই অ'ভিনেত্রী। নিজের ইনস্টা হ্যান্ডেলে প্রায়ই তাঁর বোল্ড ফটোশুটের ছবি তিনি শেয়ার করেন।
সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশুট করেছেন এই অ'ভিনেত্রী। আর এই ফটোশুটের ছবিগু'লি সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যা এখন নেটিজেনদের মূল চর্চার বি'ষয়।
মূলত ওই ফটোশুটটি হলো ডিসেম্বর মাসের ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য করা। আর এই ফটোশুটের ছবিগু'লি অ'ভিনেত্রী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। বলাবাহুল্য ছবি শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে গেছে।
কালো রংয়ের ওয়েস্টার্ন টু পিস পোশাকে যথেষ্ট সেন্সেশনাল লাগছে অ'ভিনেত্রীকে। কালো রঙের ডিপনেক ড্রেসে সকলের ঘু'ম কেড়েছেন তিনি।
তবে ফটোশুটের জন্য তাঁকে ন্যূনতম মেকাপে দেখা যায়। এককথায় নো- মেকআপ, মেকআপ লুকে ছিলেন অ'ভিনেত্রী। খোলা চুলের অ'ভিনেত্রীকে যথেষ্ট লাস্যময়ী লাগছিল।
পর্দায় তাঁকে সবসময়ই আ'ত্মবিশ্বা'সী অ'ভিনেত্রী হিসেবে পাওয়া গেছে। তবে অ'ভিনয়ের পাশাপাশি ফটোশুটেও তাঁর এই আ'ত্মবিশ্বা'সী চারিত্রিক দৃঢ়তা ফুটে ওঠে।
তবে বেশ কিছুদিন বড় পর্দা থেকে দূরে সরে আছেন অ'ভিনেত্রী। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ছোটপর্দায় ডেবিউ করতে চলেছেন পরিনীতি। সূত্র মত পাওয়া খবরে একটি রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাব'ে এই অনবদ্য অ'ভিনেত্রীকে।