আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। এ ছাড়া ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজম।
তবে কিছুটা অবনতি হয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের। টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে টাইগার এই দুই ক্রিকেটারের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে সাবেক ইংলিশ অধিনায়ক। প্রথম তথা লর্ডস টেস্টেই দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
লর্ডস টেস্টের পর ট্রেন্ট ব্রিজেও প্রথম ইনিংসে ব্যাট হাতে ছিলেন সমান উজ্জ্বল। এবার সেটিরই পুরস্কার পেলেন। ৮৯৭ রেটিং নিয়ে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন রুট। রুটের উত্থানে অবনতি হয়েছে অজি ক্রিকেটার মা'রনাশ লাবুশানের। শীর্ষ থেকে দুইয়ে নেমে এসেছেন তিনি।
স্টিভ স্মিথ আছেন তৃতীয় স্থানে। এ ছাড়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ৮১৫ রেটিং নিয়ে চারে আছেন তিনি। এদিকে, সদ্য সমাপ্ত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে তেমন পারফর্ম করতে পারেননি সাকিব-তামিম। র্যাঙ্কিংয়েও প্রভাব পড়ল সেটির। দুই ধাপ নেমে গেছেন তারা।
তামিম ইকবাল আছেন ৩৪তম স্থানে। পাশাপাশি সাকিবের অবস্থান ৪৬-এ। তবে ছন্দে থাকা লিটন দাসের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ১২তম স্থানে রয়েছেন তিনি। এদিকে, ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। এ ছাড়া ওয়ানডের ব্যাটিং র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন আরেক পাক ব্যাটার ইমাম উল হক। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আছেন তিনে।