ভক্তরা তো কত কিছুই করে। নিজেদের পছন্দের দলের হাতে শিরোপা দেখতে তো সবারই মন চায়। সবারই তো এটাই চাওয়া যে তার পছন্দের দল জিতবে বিশ্বকাপ।
এই যেমন কিছুদিন আগে রিয়াল মা'দ্রিদ জিতল চ্যাম্পিয়নস লিগ। সেই আসরেও তো অনেক সমীকরণ ছিল যা পূর্বে ঘটেছিল এবং সেই সমীকরণগু'লোই এই আসরেও হয়েছে।
এই সমীকরণগু'লোর মধ্যে ছিল গত বারের চ্যাম্পিয়নরা কখনও রিয়ালের বিপক্ষে জিততে পারেনি, এবারও সেটাই হয়েছে। আবার যতবারই রিয়াল গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েছে ততবারই চ্যাম্পিয়ন হয়েছে।
সমীকরণ যখন মিলতে থাকে তখন সমীকরণ মেলাতে আর দোষ কি। সেই সমীকরণই যেন মেলাতে ব্যস্ত আর্জেন্টিনার ভক্তরা।
কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা এবং টিকিট পেতে ব্যর্থ হয়েছে পেরু। পেরু প্লে অফে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। আর দুটি যেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কথাই মনে করিয়ে দিচ্ছে।
শেষবার আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিতেছিল তখন কানাডা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল এবং পেরু বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
১৯৮৬ সালের সেই বিশ্বকাপের পর গত আসরগু'লোতে কানাডা খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি এবং পেরুও খেলেছে সবগু'লো আসরে। কিন্তু ২০২২ বিশ্বকাপের পূর্বে সেই ১৯৮৬ সালের মতই ঘটনা ঘটল।