সাইফুদ্দিন দলে ফিরলে একাদশে সুযোগ পাওয়া এক্টু কঠিন হয়ে যাব'ে শরিফুল ইসলামের জন্য। তবে এ নিয়ে দুজনের মধ্যে কোন দ্বৈরথ নেই।
শরিফুল জানালেন দুজনের মধ্যে যিনি ভালো করবেন, হাসিমুখে তাকে অন্য জন ছেড়ে দিবেন জায়গা। গত টি-২০ বিশ্বকাপে পাওয়া চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন মোহম্মা'দ সাইফুদ্দিন।
তারকা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকে'টে আবারও ফিরবেন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। সফরে যাওয়ার আগে দেশে দেশে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি।
সাইফুদ্দিন দলে ফিরলে একাদশে একাদশে সুযোগ পাওয়া এক্টু কঠিন হয়ে যাব'ে শরিফুলের জন্য। তবে এ নিয়ে দুজনের মধ্যে কোন দ্বৈরথ নেই।
শরিফুল জানালেন দুজনের মধ্যে যিনি ভালো করবেন, হাসিমুখে তাকে অন্য জন ছেড়ে দিবেন জায়গা। সম্পর্কটা তাই বন্ধুত্বের মতই রাখছেন শরিফুল ও সাইফুদ্দিন।
শরিফুল বলেন আসলেই আ মর'া সবসময় বন্ধুত্বের মতই রাখি। চ্যালেঞ্জ হিসেবে নেই না। আ মর'া প্র্যাকটিস করি, যে ভালো করে সে-ই খেলে। তাই কে খেলবে না খেলবে এটা নিয়ে চিন্তা করি না।
সাইফউদ্দিন ও শরিফুল কেউই যে নিজেকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না তার প্রমান পাওয়া গেলো অনুশীলনেও। জাতীয় দলে কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখলেও সোমবার (১৩ জুন) ম্যাচের মত পরিস্থিতি সৃষ্টি করে একে অ'পরকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।
সেই চ্যালেঞ্জে জিতেছেন সাইফুদ্দিন। অগ্রজ সতির্থকে বিজয়ী ঘোষণার সময়ও শরিফুলের মুখে সেই হাসি। তিনি বলেন প্র্যাকটিসের সময় বলেছি- আজ আ মর'া ম্যাচের পরিস্থিতির মত খেলব।
এখানে বেশি নেট বোলার নেই, যাতে কষ্ট কম লাগে তাই আর কি। নির্দিষ্ট ওভার ছিল, নির্দিষ্ট রান ছিল, সাইফউদ্দিন ভাই জিতেছে।