ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া। দল দুটি যতবারই মুখোমুখি হয়েছিল ততবারই ক্রোয়েশিয়ার ভাগ্যে হয় হার জুটেছিল না হয় ম্যাচ ড্র হয়েছিল। তবে মড্রিচের হাত ধরে সেই ইতিহাস পাল্টে অবশেষে জয়ের ইতিহাস গড়ল ক্রোয়েশিয়ানরা।
গতরাতে উয়েফা ন্যাশন লিগে ফ্রান্সের বিপক্ষে মড্রিচের একমাত্র গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। মড্রিচের গোলটি এসেছিল পেনাল্টি থেকে ম্যাচের শুরুতেই।
বিশ্বকাপ, প্রীতি ম্যাচ, ইউরো কিংবা ন্যাশন লিগ- যেখানেই ক্রোয়েশিয়াকে পেয়েছে শেষ হাসি হেসেছে ফ্রান্স। সপ্তাহ খানেক পূর্বেও ক্রোয়েশিয়ার মাটিতে মুখোমুখি হয়েছিল এই দুটি দল যেখানে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচ।
কিন্তু এবার ফিরতি লেগে ফ্রান্সের মাটিতেই ফ্রান্সকে ১-০ গোলে পরাজিত করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের পঞ্চম মিনিটেই লুকা মড্রিচ পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে এবং শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।