সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬ ধরণের ব্যক্তিদের করো'না ভ্যাকসিন এর চতুর্থ ডোজ অর্থাৎ করো'না ভ্যাকসিন এর দ্বিতীয় বুস্টার ডোজ প্রদান করা হবে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, যেসকল ব্যক্তিরা এই নির্দিষ্ট ৬ ধরণের শ্রেণীর মধ্যে পড়েন, তারা করো'না ভ্যাকসিন এর প্রথম বুস্টার ডোজ গ্রহণ করার ৪ মাস অতিবাহিত হবার পরে দ্বিতীয় বুস্টার ডোজ গ্রহণ করার জন্য এপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন।
সৌদি আরবে নির্দিষ্ট ব্যক্তিদের করো'না ভ্যাকসিন এর চতুর্থ ডোজ প্রদান করা হবে
৬ ধরণের ব্যক্তিদের করো'না ভ্যাকসিন এর দ্বিতীয় বুস্টার ডোজ প্রদান করবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হলেনঃ
১/ ৫০ বছর বা তার অধিক বয়সী ব্যক্তিবর্গ।২/ যারা কিডনী বিকল রোগে আ'ক্রা'ন্ত অবস্থায় রয়েছেন।৩/ যেসকল রোগী বিগত ২ বছরের মধ্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এর মধ্য দিয়ে গিয়েছেন।৪/ যেসকল ক্যান্সার রোগী বর্তমানে চিকিৎসা গ্রহণ করছেন।৫/ যেসকল রোগী রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় – এসকল রোগে আ'ক্রা'ন্ত রয়েছেন।
(যেমন, এইচআইভি)৬/ যেসকল রোগীর অ'ঙ্গ প্রতিস্থাপিত হয়েছে এবং তারা বর্তমানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃ'দ্ধির জন্য ওষুধ গ্রহণ করছেন।