সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। পরে ফিল্ডিংয়ে নেমে বল হাতে উজ্জ্বল ডানহাতি পেসার এবাদত হোসেন।
বাকিরা অবশ্য তেমন সুবিধা করতে পারেননি। সবমিলিয়ে মিশ্রভাবে চলছে টাইগারদের প্রস্তুতি। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে
প্রথম ইনিংসে ১০৯ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৬৬ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে ফেলেছে স্বাগতিকরা।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে বলতে গেলে একাই শেষ পর্যন্ত লড়েছেন তামিম ইকবাল। ১৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অ'পরাজিত থাকেন তিনি। এছাড়া হাফসেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
বাকিদের কেউই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। শেষ পর্যন্ত ৯৭ ওভারে ৭ উইকে'টে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে ৬ উইকে'টে ২৭৪ রান ছিল টাইগারদের।
তামিমের স'ঙ্গে দ্বিতীয় উইকে'টে ১৪০ রানের জুটি গড়ে শান্ত আউট হন ৯৯ বলে ৫৪ রান করে। এছাড়া মাহমুদুল জয় ০, মুমিনুল হক ০, ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ৪ ও মেহেদি হাসান মিরাজ আউট হন ৭ রান করে।
ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আ'হত অবসরে যান। দিনের খেলা শেষে তামিমের স'ঙ্গে অ'পরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ রান নিয়ে খেলতে নেমে তিনি ১৯ করে আউট হন।
নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৫ রান। একের পর এক স'ঙ্গী হারালেও শেষ পর্যন্ত অ'পরাজিত থেকে যান তামিম। ২৮৭ বলে ২১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৬২ রানের ঝকঝকে এক ইনিংস বেরিয়ে আসে বাঁহাতি এই ওপেনারের উইলো থেকে।
যা বাংলাদেশকে ৩০০ পার করিয়ে দেয়। এরপর বোলিংয়ে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রেসিডেন্টস একাদশের দুই ওপেনার জেরেমি সোলোজানো ও ত্যাজনারায়ন চন্দরপল গড়েন ১০৯ রানের জুটি। শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাজনারায়নকে (৫৯) ফিরিয়ে জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা।
পরে নতুন স্পেলে ঘুরে দাঁড়ান এবাদত। ইনিংসের ৪৭তম ওভারে পরপর দুই বলে টেভিন ইমলাচ ও অ্যালিক অ্যাথানাজকে লেগ বিফোরের ফাঁ'দে ফেলেন তিনি। চার ওভার পর রস্টোন চেজকে লিটন দাসের হাতে ক্যাচে পরিণত করেন এবাদত। তবে সোলোজানো শেষ পর্যন্ত অ'পরাজিত রয়েছেন ৮৩ রানে।
সংক্ষি'প্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭ ওভারে ৩১০/৭ ইনিংস ঘোষণা (তামিম ১৬২*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আ'হত অবসর ১১, সোহান ৩৫,
মিরাজ ৭, মোসাদ্দেক ১৯, রেজাউর ০*; ম্যাকসুইন ১৪-১-৫৭-১, লুইস ১৫-৩-৪৭-২, মিন্ডলে ১০-৪-২২-১, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক্যান ১৭-৭-৩৪-১ ক্যারিয়াহ ৯-০-৩১-১)
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ১ম ইনিংস: ৬৬ ওভারে ২০১/৪ (চন্দরপল ৫৯, সলোজানো ৮৩*, ইমলাক ২৭, এথেনাজে ০, চেইস ৬,
ক্যারিয়াহ ২১*; ইবাদত ১২-০-৫১-৩, খালেদ ১২-৩-৩১-০, রেজাউর ১৩-১-৪৭-১, মিরাজ ১৩-৫-২৫-০, তাইজুল ১১-৩-৩৬-০, মোসাদ্দেক ৪-১-৬-০, শান্ত ১-০-৩-০)