এরপর স্পেন কোচ লুইস এনরিকে বলেছিলেন, “আর্জেন্টিনা বিশ্বকাপে ফেবারিট দল কিন্তু তাদের এক ম্যাচের ফলাফল দেখেই পাগল হওয়া উচিত নয়।”
এবার আরও একটি কথা বলেছেন এনরিকে। কিন্তু এবারের বক্তব্য কি প্রশংসা নাকি খোঁচা সেটা বুঝার দায়িত্ব পাঠকদেরই। কি বলেছেন এবার এনরিকে?
বিশ্বকাপে ফেবারিট নিয়ে কথা বলতে গিয়ে এনরিকে বলেন, “বিশ্বকাপ? আমি দেখছি আর্জেন্টিনা বিশ্বের বাকি দলগু'লোর থেকে অনেক বেশি এগিয়ে.. ব্রাজিলও। যদি আমি ব্রাজিলকে না রাখি তাহলে সাংবাদিকরা আমাকে আ'ক্রমন করতে পারে।”