বাংলাদেশ দলের স'ঙ্গে এখন ওয়েস্ট ইন্ডিজে থাকার কথা ছিল মিনহাজুল আবেদীন নান্নুর। কিন্তু গত বোর্ড সভায় বিসিবি ব্যয় সংকোচনের সি'দ্ধান্ত নিয়েছে।
যার ফলে ভিসা করিয়েও নির্বাচকদের পাঠানো হয়নি ক্যারিবিয়ানে। মূলত নির্বাচক হিসেবে এ সফরে টাইগারদের স'ঙ্গে নান্নুর’ই থাকার কথা ছিল। অগত্যা দল ক্যারিবিয়ানে গেলেও দেশে থেকে যান জাতীয় দলের প্রধান নির্বাচক। ঘরোয়া ক্রিকেট নেই, আন্তর্জাতিক ক্রিকে'টের ব্যস্ততাও সরাসরি নেই। কারণ খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে। নির্বাচকরা কিছুটা বিশ্রামের সুযোগ পেলেন বটে। এই সুযোগ কাজে লাগাতেই চার বছর পর ছুটি নিয়েছেন প্রধান নির্বাচক নান্নু।
তিন সপ্তাহের ছুটিতে শুক্রবার রাতেই যুক্তরাষ্ট্র গিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে নান্নু নিজেই বি'ষয়টি নিশ্চিত করেছেন। প্রধান নির্বাচক বলেন,‘চার বছর পর ছুটি নিলাম।তিন সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছি। আজ রাতেই ফ্লাইট। ওখানে আ'ত্মীয়-স্বজন, পরিবারের লোকজন আছে, সবার স'ঙ্গে কিছুদিন কা'টানোর সুযোগ পাব।’
যুক্তরাষ্ট্রে থেকেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যাচগু'লোতে চোখ রাখবেন প্রধান নির্বাচক। ছুটিতে থাকলেও দল সংশ্লিষ্ট কাজে যুক্ত থাকবেন তিনি। জাতীয় দলের নির্বাচক মাত্র তিনজন। আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা লেগেই থাকে। স'ঙ্গে ঘরোয়া ক্রিকেট দেখতে হয়, এইচপি, ‘এ’ দলসহ অনেক দল গঠন, কৌশলগত কাজ, কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরির কাজ করতে হয় নির্বাচকদের। বছরজুড়েই তাই ব্যস্ততা থাকে তাদের।
গত বোর্ড সভায় নির্বাচকদের সংখ্যা বাড়ানোর সি'দ্ধান্ত নিয়েছে বিসিবি। আরও দুজন নির্বাচক নিয়োগ দেবে বিসিবি। তখন হয়তো নান্নু-হাবিবুলরা কিছুটা স্বস্তি নিয়ে কাজ করতে পারবেন।