ল্যাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল ইকুয়েডর। সেই ইকুয়েডরের বিশ্বকাপ খেলাই অনিশ্চিত হয়ে পরেছিল চিলির আবেদনের কারণে।
চিলি আবেদন করেছিল ইকুয়েডরের এক প্লেয়ারের বিরু'দ্ধে। বেরন কাস্টিলো নামের ওই প্লেয়ার মোট আট'টি ম্যাচ খেলেছিল বাছাই পর্বে। তারমধ্যে চিলির বিপক্ষে দুটি ম্যাচেই খেলেছিলেন তিনি।
এই প্লেয়ারকে নিয়েই অ'ভিযোগ ছিল চিলির। তারা দাবী করে যে, এই প্লেয়ারের জাতীয়তা নিয়ে ভুল তথ্য দিয়েছে ইকুয়েডর। সে কলম্বিয়ার নাগরিক, কিন্তু খেলেছে ইকুয়েডরের হয়ে। কিন্তু সে কলম্বিয়ার বিপক্ষে খেলেনি। তাই তাদের বিশ্বকাপ থেকে বাদ করে সেখানে চিলিকে যেন সুযোগ দেওয়া হয় সেই দাবী ছিল তাদের।
তবে ফিফা চিলির আবেদন খারিজ করে দিয়েছে এবং ২০২২ বিশ্বকাপে তাই ইকুয়েডরের খেলার পথে আর কোন বাধা রইল না।