অবশেষে নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল একবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এবারের আসরের প্রথম দুই ম্যাচ ড্র করা স্পেন তৃতীয় ম্যাচে এসে জয়ের হাসি হেসেছে। অবশ্য প্রথম দুই ম্যাচ হারা সুইজারল্যান্ডকে হারাতেও ঘাম ঝরেছে মোরতা-তোরেসদের।
বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপের দুই নাম্বার গ্রুপের ম্যাচে স্ত্যাদ দে জেনেভে স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্পেন।
একমাত্র গোলটি করেছেন পাবলো সারাবিয়া। জিতলেও স্প্যানিশদের পারফরম্যান্স ছিল বিবর্ণ।
আগের দুই ম্যাচ ড্র করে আ'ত্মবিশ্বা'সের তলানিতেই ছিল স্পেন। এ ম্যাচে শুরুতেই এগিয়ে গেলেও বাকি সময়ে 'হতাশ করেছে লুইস এনরিকের দল।
বল দখলে এগিয়ে থেকেও তেমন আ'ক্রমণ সানাতে পারেনি তাঁরা। ৬৬ ভাগ বলের দখল নিয়ে সুইসদের পোস্টে মাত্র সাতটি শট নেয় মোরাতারা। যার তিনটি ছিল লক্ষ্যে। ম্যাচের ১৩ মিনিটে স্পেনকে এগিয়ে নেন সারাবিয়া।
তিন ম্যাচে দুই ড্র ও এক জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে স্পেন। তিন ম্যাচই হেরে তলানিতে সুইজারল্যান্ড। তিন ম্যাচের দুটিতে জিতে শীর্ষে পর্তুগাল। চার পয়েন্ট নিয়ে তিনে চেল রিপাবলিক।