সাবেক রিয়াল মা'দ্রিদ কোচ ও ফ্রান্সের লিজেন্ড জিনেদিন জিদান হচ্ছেন পিএসজির পরবর্তি কোচ এমনটাই জানিয়েছে ফ্রান্সের বিখ্যাত গনমাধ্যম আরএমসি স্পোর্টস।
পিএসজির কোচ হিসেবে পচেত্তিনোর সময়টা প্রায় শেষ পর্যায়ে। যেকোন সময় তার স'ঙ্গে সম্পর্ক ছিন'্ন করার ঘোষণা আসবে। আর সেখানেই আসতে পারেন জিদান।
গত মৌসুম থেকেই পিএসজি এবং জিদানকে নিয়ে চলছে গু'ঞ্জন। যদিও একাধিক বার গনমাধ্যমে এসেছিল জিদান ফ্রান্সের কোচ 'হতে রাজি হননি। কিন্তু সর্বশেষ ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের পর পাল্টেছে যেন সবকিছু।
এখনও কোন কিছুই চূড়ান্ত হয়নি। তবে আরএমসি জানিয়েছে, জিদানের কোচ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি এটা হয় তাহলে মাঠ এবং বেঞ্চ উভয় জায়গাতেই বেশ বড় নামগু'লো দেখা যাব'ে পিএসজিতে আগামী মৌসুমে।