ফ্রান্সের লিজেন্ড ও সাবেক রিয়াল মা'দ্রিদ কোচ জিনেদিন জিদানকে পিএসজির নতুন কোচ হিসেবে দেখতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন এবং এর মাধ্যমে ফ্রান্সকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চান তিনি এমনটাই জানিয়েছেন সম্প্রতি। আরএমসি স্পোর্টকে জানিয়েছেন এই কথা।
রিয়াল মা'দ্রিদের বিপক্ষে গেল মৌসুমে পিএসজির হারের পরপরই পিএসজিতে পচেত্তিনোর চাকরি শেষ হয়ে গিয়েছিল। এখন বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা মাত্র।
পিএসজি এই স্থানে জিদানকে কোচ হিসেবে দেখতে চান। কিন্তু রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ জিদান পিএসজির কোচ নয়, ফ্রান্সের কোচ 'হতে আগ্রহী।
ম্যাক্রন বলেন, “আমি এখনও জিদানের স'ঙ্গে কথা বলিনি। তবে একজন প্লেয়ার এবং কোচ হিসেবে আমি তার ভক্ত। সে রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে যা আমি আমা'দের ক্লাবেও দেখতে পছন্দ করব। আমি চাই সে ফ্রান্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক।
“আমি আশাকরি ফ্রান্সের লিগের প্রভাব এবং ফ্রান্সের জন্য জিদান ফিরে আসবে এবং ফ্রান্সের বড় ক্লাবের কোচ হবে। এটা দুর্দান্ত হবে।”