‘দ্য গ্রে'টেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপের এবারের আসর শুরু 'হতে বাকি আর ১৬৭ দিন। ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের সূচিও প্রকাশ হয়ে গেছে। যদিও এবারের আসরের সেরা ৩২ দল এখনও নির্ধারিত হয়নি।
আগামী ২১ নভেম্বর উঠছে ২০২২ কাতার বিশ্বকাপের পর্দা। স্বাগতিক কাতার ও ইকুয়েডর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী দিনে রয়েছে আরও তিনটি ম্যাচ।
ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও রাত ১টায়।এরপর ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়।
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে মানুষের উম্মা'দনার শেষ নেই। ব্রাজিল দলে রয়েছে ফুটবলের সেরা খেলোয়াড় গু'লো। এবারের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দলের হয়ে কোন কোন খেলোয়ার খেলবেন। এখান থেকে ব্রাজিল দলের খেলোয়াড় তালিকা সম্পর্কে জেনে নিন ।
ব্রাজিলের ২৪ সদস্যের প্রাথমিক দল
কোচ: তিতে
স্কোয়াড:
আলিসন বেকার, এডারসন, উইভারটন
দানি আলভেস, দানিলো, আলেক্স সানদ্রো, রেনান লোদি, এডার মিলিতাও, লুকাস ভেরিসিমো, মা'রকিনিওস, থিয়াগো সিলভা
কাসেমিরো, ডগলাস লুইজ, রিবেইরো, ফাবিনহো, ফ্রে'ড, লুকাস পাকুয়েতা
এভারটন, ফিরমিনো, গ্ যাব'্রিয়েল বারবোসা, গ্ যাব'্রিয়েল জেসুস, নেইমা'র, রিকার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র
গোলরক্ষক: অ্যালিসন, মুরালহা, ওয়েভারটন
ডিফেন্ডার: দানি আলভেস, মিরান্ডা, মা'রকুইনহস, থিয়াগো সিলভা, জিল, ফ্যাগনার, মা'র্সেলো, ফিলিপে লুইস
মিডফিল্ডার: কাসেমিরো, রেনাতো অগু'স্তো, পাওলিনহো, অস্কার, উইলিয়ান, ফার্নানদিনহো, লুকাস লিমা, গু'ইলিয়ানো, ফিলিপে কুতিনহো
ফরোয়ার্ড: নেইমা'র, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনহো, গ্ যাব'্রিয়েল জেসুস
২০২২ কাতার বিশ্বকা্পে কোন গ্রুপে কোন দল:
গ্রুপ ‘এ’- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।
গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস।
গ্রুপ ‘সি’- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।
গ্রুপ ‘ডি’- ফ্রান্স, ডেনমা'র্ক, তিউনিসিয়া, আন্তঃমহাদেশীয় প্লে অফ ১ (পেরুর স'ঙ্গে অস্ট্রেলিয়া বনাম সংযুক্ত আরব আমিরাতে জয়ী দল)।
গ্রুপ ‘ই’- স্পেন, জার্মানি, জাপান, আন্তঃমহাদেশীয় প্লে অফ ২ (কোস্টারিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে জয়ী দল )।
গ্রুপ ‘এফ’- বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মর'ক্কো, কানাডা।
গ্রুপ ‘জি’- ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।
গ্রুপ ‘এইচ’- পর্তুগাল, উরুগু'য়ে, কোরিয়া, ঘানা।