ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল আজকে এক প্রীতি ম্যাচে মাঠে নামবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান এবং ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকাল ৪:২০ মিনিটে।
এই ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ব্রাজিলিয়ান তারকারা'। সেখানকারই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় গতকাল
সেই ছবিতে দেখা যায় ভিনিসিয়াস জুনিয়র এবং রিচার্লিশন একে অন্যের জার্সি আ'ক্রমনাত্মকক ভ'ঙ্গিতে ধরে রেখেছেন এবং নেইমা'র আলভেস পাকুয়েতা তাদের পৃথক করার চেষ্টা করছে।
এই ছবি ভাইরাল হয়ে পরে যখন বিভিন্ন গনমাধ্যম এটা নিয়ে নিউজ করে যে অনুশীলনে ঝগড়ায় জড়িয়ে পরেন ভিনিসিয়াস ও রিচার্লিশন। তবে এই ঘটনার এবার ভিডিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, ঝগড়া নয়, নিছকই মজা করছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।