ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন আর্জেন্টিনার তারকারা'। এই ফুরে ফুরে মেজাজ নিয়েই আজকে তারা মুখোমুখি 'হতে যাচ্ছেন এস্তোনিয়ার।
জুন মাসে এটাই আর্জেন্টিনার শেষ ম্যাচ 'হতে যাচ্ছে। ইতালির বিপক্ষে ম্যাচের পর আজকে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচটিই তাই এবারের আন্তর্জাতিক বিরতিতে থাকা আর্জেন্টিনার শেষ ম্যাচ 'হতে যাচ্ছে।
এস্তোনিয়া এবং আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটি হবে স্পেনের মাটিতে। ম্যাচটি হবে আজ রাত ১২টায়। এই ম্যাচ সরাসরি দেখা যাব'ে অনলাইনে।