ফ্রেঞ্চ ওপেনের নারী এককে যুক্তরাষ্ট্রের কোকো গফকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন পোলিশ তারকা ইগা শিয়াতেক। তাঁর এই শিরোপা জয়ের ম্যাচ রোলাঁ গারোর গ্যালারিতে বসে উপভোগ করেছেন পোলিশ ফুটবল তারকা রবার্ত লেওয়ানদোস্কি। আর এতেই অ'ভিভূ'ত শিয়াতেক।
যুক্তরাষ্ট্রের কোকো গফকে ৬-১,৬-৪ গেমে হারানোর পর গ্যালারিতে গিয়ে লেওয়ানদোস্কির স'ঙ্গে দেখা করেন শিয়াতেক।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি জানতাম না সে (লেওয়ানদোস্কি) গ্যালারিতে ছিল। সত্যি বলতে, সে এখানে আসায় আমি খুশি। আমি জানি না সে একজন বিশাল টেনিস ভক্ত কি না। ‘
তাঁর খেলা দেখতে লেওয়ানদোস্কি মাঠে এসেছেন এটা বিশ্বা'স হচ্ছে না শিয়াতেকের, ‘সে (লেওয়ানদোস্কি) এত বছর ধরে আমা'দের দেশের (পোল্যান্ডের) একজন শীর্ষ ক্রীড়াবিদ। এখনো বিশ্বা'স করা কঠিন যে সে আমা'র খেলা দেখতে এসেছে। আমি আশা করি সে এটি পছন্দ করেছে। আমি আশা করি সে আবারও আসবে। হ্যাঁ, আমি শুধু অ'ভিভূ'ত। ‘
২০২০ সাল থেকে টানা ৩৫ ম্যাচ অ'পরাজিত আছেন শিয়াতেক।