লিভারপুল তারকা সাদিও মানেকে আগামী মৌসুমেই দেখা যেতে পারে বায়ার্নের জার্সিতে। লিভারপুলের এই তারকার চলতি ট্রান্সফারে ক্লাব ছাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
লিভারপুল সাদিও মানের স'ঙ্গে চুক্তি নবায়ন নিয়ে যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি নয় সাদিও মানে। আবার লিভারপুলও অফার বাড়াবে না। এমন অবস্থায় সাদিও মানেকে বিক্রিই করে দিবে লিভারপুল।
মানের স'ঙ্গে লিভারপুলের চুক্তি আছে আগামী মৌসুম পর্যন্ত। চলতি মৌসুমে বিক্রি না করলে আগামী মৌসুমে ছাড়তে হবে ফ্রিতেই। তাই ফ্রিতে না ছেড়ে চলতি ট্রান্সফারেই তাকে বিক্রি করে দিবে ক্লাবটি।
এই তারকাকে দেখা যেতে পারে বায়ার্নে। বায়ার্ন মিউনিখ সাদিও মানের জন্য আগ্রহী এবং তারা কথাবার্তা অনেকদূর এগিয়ে রেখেছে।
সেই সাদিও মানের রিপ্লেস হিসেবেই ব্রাজিলিয়ান ও লিডস তারকা রাফিনহাকে চাচ্ছে লিভারপুল। ৫৫ মিলিয়ন ইউরো মূল্যের এই তারকাকে পেতে বেশ মর'িয়াই দেখাচ্ছে লিভারপুলকে।
রাফিনহাকে পেতে আগ্রহী বার্সালোনা। তারা অনেকদিন ধরেই আলোচনা করছে লিডসের স'ঙ্গে। রাফিনহাও বার্সাতে যেতে আগ্রহী। তবে লিভারপুল এগিয়ে যেতে পারে অন্য একটি কারণে।
লিভারপুর তারকা মিনামিনোকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করতে পারে লিভারপুল রাফিনহার মূল্য কমানোর জন্য। আর মিনামিনোও প্লেয়ার হিসেবেই ভালোই। তাই তাকে পেতে লিডসও লিভারপুলের অফারে রাজি 'হতে পারে।