চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা'র শিরোপা ঘরে তোলার পর আজ আবার মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের ১১০ নম্বরে থাকা এস্তোনিয়া। এটি ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের একটি।
রোববার (৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় স্পেনের প্যাম্পলোনার এস্তাদিও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইনজুরির কারণে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন আলবিসেলেস্তেদের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মা'র্টিনেজ, মিডফিল্ডার লেয়ান্দ্রো পারদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া। এ তিনজন ইনজুরির কারণে বাদ পড়লেও লিওনেল স্কালোনি এস্তোনিয়ার বিপক্ষে আজকের শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনবেন বলে জানা গেছে।
কো'পা আমেরিকা ও ফিনালিসিমা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও এস্তোনিয়ার ম্যাচটি সরাসরি দেখা যাব'ে ডিরেক্ট টিভি স্পোর্টস (DirectTV Sports) চ্যানেলে। যা বাংলাদেশ থেকে দেখা যায়। তাই অনলাইনে ডিরেক্ট টিভি অ্যাপ (DirectTV App) নামিয়েও উপভোগ করা যাব'ে ম্যাচটি। এছাড়াও অনলাইনে ইয়াল্লা শুট ওয়েবসাইটে দেখা যাব'ে খেলাটি।
ফিনালিসিমা ম্যাচে খেলা শুরুর একাদশের সদস্যদের শুরুর একাদশে রাখবেন না স্কালোনি। এর মূল কারণ স্কোয়াডে সুযোগ পাওয়া ফুটবলারদের শক্তি পরখ করা। এমন পরীক্ষা নিরীক্ষার ম্যাচে আর্জেন্টিনা দলে অ'ভিষেক 'হতে পারে মা'র্কোস সেনসিনির। যাকে পেতে ইতালি ও আর্জেন্টিনার টানাটানি চলছিল। যদিও সেনসিনি আর্জেন্টিনাকে বেছে নেন।
তবে দলে পরিবর্তন কথা শোনা গেলেও অধিনায়ক লিওনেল মেসি ম্যাচের শুরু থেকেই খেলবেন। তার স'ঙ্গে ফরোয়ার্ড হিসেবে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসের মতো উঠতি তারকাদের।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩২ ম্যাচে অ'পরাজিত আলবিসেলেস্তেরা সবশেষ ২০১৯ সালে হারের মুখ দেখেছিল। এস্তোনিয়ার বিপক্ষে জয় পেলে ফিফা র্যাঙ্কিংয়ে তিনে ওঠে আসার সুযোগ পাবে আলবিসেলেস্তেরা। সেই স'ঙ্গে অ'পরাজিত থাকার রেকর্ড আরও সমৃ'দ্ধ করতে পারবে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ফ্রাংকো আরমানি, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মা'র্টিনেজ, মা'র্কোস আকুনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার