ইউরোজয়ী ইতালিকে হারিয়ে ‘ফাইনালিসিমা’ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনা। টানা ৩২ ম্যাচে অ'পরাজিত থাকা মেসির দল আজ রাতে ফের মাঠে নামছে। এবার তাদের প্রতিপক্ষ এস্তোনিয়া।
আজ দিবাগত রাত ১২টায় স্পেনের এল সাদর স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-এস্তোনিয়া ম্যাচটি।
প্রথমবারের মতো একে অ'পরের মুখোমুখি 'হতে যাচ্ছে এই দুই দেশ। ইতালিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে ‘ফাইনালিসিমা’ জয় করা আর্জেন্টিনা এ ম্যাচে গু'রুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রাখতে পারে। শেষ ম্যাচে লিওনেল মেসি, দি মা'রিয়া, মা'র্তিনেজরা ছিলেন দুর্দান্ত ফর্মে।
এই আর্জেন্টিনা যেন হারতেই ভুলে গেছে। ২০১৯ সালের কো'পা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর প্রায় তিন বছর ধরে অ'পরাজিত মেসিবাহিনী।
হাঁটুর ইনজুরিতে আগেই ছিটকে গিয়েছিলেন আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মা'র্টিনেজ। চোটের কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়া
এদিকে, ফিফা র্যাংকিংয়ে ১১০ নম্বরে থাকা এস্তোনিয়াও বেশ ছন্দে আছে, নিজেদের শেষ ম্যাচে সানমা'রিনোকে হারিয়েছে ২-০ ব্যবধানে।