চট্টগ্রামের সীতাকুণ্ডে অ'গ্নিকাণ্ডের ঘটনায় মন পুড়ছে প্রতিটি বাংলাদেশির! ক্রিকেটা'ঙ্গনেও পড়েছে তার শোকের ছায়া। জাতীয় দলের অন্যতম দুই সদস্য লিটন কুমা'র দাস-তাসকিন আহমেদও সরব হয়েছেন বেশ কিছু অনুরোধ নিয়ে। 'হতা'হতদের পাশে দাঁড়ানোর জন্য দুজনেই দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সীতাকুণ্ডে অ'গ্নিকাণ্ডে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪-এ, 'হতা'হত শতাধিক। অনেকে দগ্ধ হয়ে ছুটে যাচ্ছেন হাসপাতালে। তাদের জন্য দরকার বিপুল পরিমাণ র'ক্ত। র'ক্ত যেন নাগালে পাওয়া যায়, এমন অনুরোধ জানিয়েছেন লিটন। ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সবাইকে অনুরোধ করব চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য। সীতাকুণ্ডের কনটেইনার ডিপোয় ভ'য়াবহ বিস্ফোরণ হয়েছে। 'হতা'হতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ র'ক্তের প্রয়োজন হচ্ছে।’
মানুষ মানুষের জন্য। একজনের বিপদে আরেকজন তার পাশে দাঁড়াবে–এমনটাই তো হওয়ার কথা। লিটনও স্ মর'ণ করিয়ে দিচ্ছেন সে বি'ষয়টি। তিনি বলেন, ‘দয়া করে যে যেখানে আছেন, সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ র'ক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত র'ক্তযো'দ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’
সীতাকুণ্ডের আগু'ন এখনো নেভানো যায়নি। যে কারণে 'হতা'হতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এমন অবস্থায় সবার সাযাহ্য কামনা করেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘আসুন, চট্টগ্রামের সীতাকুণ্ডের অ'গ্নিকাণ্ডে ক্ষ'তিগ্রস্ত সাধারণ মানুষ, ফা’য়ার ফাইটার, ডাক্তার, পু'লিশসহ উ'দ্ধারকার্যে অংশ নেয়া সবার জন্য দোয়া করি। যে যেভাবে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিই৷’
চট্টগ্রামে যে মর'্মান্তিক দু'র্ঘটনার সৃষ্টি হয়েছে, তা কেউই আশাও করেননি, এমনটি চাইবেনও না কেউ। তাসকিনও প্রার্থনা করেছেন ওপরওয়ালার, যাতে সবাইকে হেফাজত করেন। টাইগার পেসারের ভাষ্য: ‘হে আল্লাহ, তুমি আমা'দের হেফাজত কর।’