বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো বাংলাদেশে টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন টপ অর্ডার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার
বিপিএলে বরিশালের হয়ে শুরুতে মুনিমের বি ধ্বং'সী ব্যাটিং যেন স্বস্তি দেয় জাতীয় দলের ম্যানেজম্যান্টকেও।
মাত্র ৬ ম্যাচে ১৫২.১৩ গড়ে করেছেন ১৭৮ রান। যদিও আফগানদের বিপক্ষে ২ ম্যাচে ২১ রানের বেশি করতে পারেননি। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করা জাতীয় দলের সাবেক ওপেনার আনামুল হক বিজয়।
টি-টোয়েন্টি একাদশ গড়তে টিম ম্যানেজম্যান্টকে নিশ্চিতভাবে দোটানায় ফেলবে এই দুই ওপেনার। তবে এসব নিয়ে মোটেও চিন্তা করছেন না মুনিম শাহরিয়ার। বরং নিজের জায়গায় থেকে দলকে ভালো ইনিংস উপহার দিতে চান তিনি।
লাল সবুজের জার্সিতে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মুনিম বলেন, “কে আছেন, ওটাতো আমি জানি না। আমি শুধু আমা'র নিজের যদি সুযোগ আসে তাহলে কাজে লাগানোর চেষ্টা করবো। আমি শুধু আমা'র প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করতেছি। বাকিটা সময় বলে দেবে। আমা'র পারফরম্যান্স বলে দেবে সব কিছু”।