স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে শনিবার রাতে এলচের মুখোমুখি হয়েছিল রিয়াল মা'দ্রিদ। এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। শুরুতে পিছিয়ে থাকা দলকে জিতিয়েছেন করিম বেনজেমা।
ম্যাচের প্রথমা'র্ধে দুই দলই গোলশূন্য ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালের জালে বল জড়ায় এলচে। ম্যাচের ৬১ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড দিয়ে গোল করে এলচেকে এগিয়ে নেন দানিয়েল কালভো।
তবে শেষ ২০ মিনিটে জোড়া গোল করে দলকে জয় উপহার দেন বেনজেমা। ৭০ মিনিটে লুকা ম'দ্রিচের বাড়িয়ে দেয়া বল থেকে হেডে গোল করেন বেনজেমা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে দলকে জেতান তিনি।
এই জয়ে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে টপকে দুইয়ে উঠে এসেছে রিয়াল। তবে সোমবার রাতে হুয়েস্কার বিপক্ষে জিতলে ফের রিয়ালকে টপকে যাব'ে বার্সা। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট বার্সার। অন্যদিকে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মা'দ্রিদ।