ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গতির ঝলক দেখিয়েছেন কাশ্মীরি পেসার উ মর'ান মালিক। ১৫৭ কিলোমিটার গতিতে বল করে নির্বাচকদের নজর কেড়ে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
তবে লাইন লেন্থ ঠিক না থাকলে এমন ‘গতি দিয়ে কিচ্ছু হয় না’ বলে কটাক্ষ করেছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি।
আইপিএলে এসেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার হিসেবে। তারপরের গল্পটা স্বপ্নের মতো। গেল আসরে করো'নার
জন্য দল থেকে ছিটকে পড়েছিলেন টি নটরাজন।তারপরই নেট বোলার থেকে হায়দরাবাদের একাদশে ঠাঁই হয় কাশ্মীরের ছেলে উ মর'ান মালিকের। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমেই চমকে দেন। বলে বলে ১৫০ কিলোমিটারের বেশি গতিতে ঝড় তোলেন।
গতিতে ভয় দেখিয়ে কাবু করছেন প্রতিপক্ষের ব্যাটারদের।ফাইনালে গু'জরাটের হয়ে খেলা কিউই ফাস্ট বোলার লকি ফার্গু'সন ১৫৭.৩ গতিতে বল করে সর্বোচ্চ গতির রেকর্ড গড়ার আগে ১৫৬.৯ গতিতে বল করে আসরে সর্বোচ্চ গতির রেকর্ডটি ছিল
উ মর'ানের। আইপিএলের ইতিহাসে প্রথম কোনো ভারতীয় পেসার হিসেবে অবশ্য সর্বোচ্চ গতির রেকর্ডটি এখনো তার অধীনে।উ মর'ানের বোলিং নৈপুণ্যের প্রেমে পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররাও। দেশটির সাবেক ক্রিকেটার কা মর'ান আকমল
আইপিএল চলাকালে জানিয়েছিলেন, পাকিস্তানের হলে উ মর'ান অনেক আগেই জাতীয় দলে খেলত। তিনি বলেন, ‘গত বার (২০২১ আইপিএল) একটি-দু’টি ম্যাচ খেলেছিল উ মর'ান।ও যদি পাকিস্তানে থাকত, তা হলে অবশ্যই আমা'দের হয়ে খেলত। গোটা
আইপিএলে উ মর'ান মালিককে সুযোগ দিয়ে ভারতীয় ক্রিকেট বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ব্রেট লি ও শোয়েব ভাইও রান দিত কিন্তু ওরা উইকেট নিত। একজন স্ট্রাইক বোলার এ রকমই হয়। প্রতিটি ম্যাচের শেষে উ মর'ান মালিকের স্পিড চার্ট তুলে ধ’রা হচ্ছে।
দেখা যাচ্ছে ঘণ্টায় ১৫৫ কিমি বেগে বল করছে ও। ওর বলের গতি এর নীচে নামছে না।’ তবে পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলের পেসার শাহিন আফ্রিদি অবশ্য উ মর'ানের গতিকে পাত্তা দিচ্ছেন না। তার কাছে গতির চেয়ে লাইন লেন্থ ঠিক রাখাটা বেশি গু'রুত্বপূর্ণ।
উ মর'ানকে নিয়ে এক প্রশ্নের জবাবে শাহিন পাকিস্তানের সংবাদমাধ্যমকে বলেন, ‘যদি না সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বল করতে না পারেন এবং বল সুইং করাতে না পারেন, তবে শুধু গতি দিয়ে কিচ্ছু হয় না।’
তবে সদ্য সমাপ্ত আইপিএলের পরিসংখ্যান বলছে উ মর'ান বল হাতে দারুণ সফল ছিলেন। ২২ বছর বয়সী কাশ্মীরি গতিদানব এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদরে হয়ে ১৪ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। সেরা বোলিং ফিগার ২৫ রানে ৫ উইকেট।