টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃ'তি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে নামে ভারত। কিন্তু পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পেলো না বিরাট কোহলির দল।
ভারতের দেয়া ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ বল হাতে রেখে ৮ উইকে'টের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। এমন হারের পর ভারতকে খোঁচা দিতে ভুলেননি সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।
সিরিজের শুরু থেকে ভারতকে নিয়ে সমালোচনা করছেন তিনি। এবার টি-টোয়েন্টি হারের পর ভারতকে খোঁচা দিয়ে বসলেন তিনি। টুইটারে তিনি লিখেন, টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের চেয়ে ভালো দল।
এর আগে এমন মন্তব্য করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধা'রাভাষ্যকার আকাশ চোপড়া। মুম্বাই ইন্ডিয়ান্স যখন দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চম শিরোপা জেতে তখন এ মন্তব্য করেছিলেন তিনি। এবার একই কথা বললেন ভন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। এখন পর্যন্ত পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে তারা। অনেকের মতে, ফ্রাঞ্চাইজি দলগু'লোর মধ্যে সবচেয়ে শক্তিশালী রোহিত শর্মা'র মুম্বাই। এবার আবারও এমন কথা সামনে আসলো।