ল্যাতিন আমেরিকা বনাম ইউরোপ। এমবাপ্পের এক কথায় শুরু হয়ে পরেছিল ল্যাতিন বনাম ইউরোপের লড়াই। আর্জেন্টিনা এবং ইতালির মধ্যকার ফাইনালিসিমা'র ম্যাচটিও তাই পাঁ বাড়তি উত্তাপ।
ইতালির বিপক্ষে এই ম্যাচে বেশ দাপটের স'ঙ্গেই জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে ইতালিকে ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা এবং এরপর শুরু হয় আরেকপ্রস্থ কথার লড়াই।
ইতালিকে হারানোর ফলে ল্যাতিন আমেরিকার শক্তি দেখালো আর্জেন্টিনা এমনটাই বলছেন অনেকেই। অনেকেই আবার বলছেন যে, ল্যাতিনের দলগু'লো ইউরোপিয়ানদের চেয়ে কোন অংশেই কম নয় তার প্রমান দেখালো আর্জেন্টিনা।
তবে স্পেন কোচ লুইস এনরিকে এখনই পাগল 'হতে না করেছেন। এক ম্যাচ জেতায় কোন কিছুই প্রমান হয় না বলেই মন্তব্য তার।
লুইস এনরিকে ইএসপিএনকে বলেন, “আর্জেন্টিনা ইতালিকে হারিয়েছে, সেজন্য আর্জেন্টিনার হয়ে পাগল হওয়ার কিছু নেই। অবশ্যই আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে ফেবারিট। কিন্তু মাত্র এক ম্যাচ দিয়ে পাগল হওয়া উচিত নয়।”