1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:২৭ পূর্বাহ্ন

লিটন দাসকে অধিনায়ক করার ব্যাপারে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন

  • সময় শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৮৭ পঠিত

বাংলাদেশ টেস্ট অধিনায়ক থেকে মুমিনুল হকের বিদায় নেওয়ার পর এখন একটাই শব্দ, কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক? জোরে জোরেই শুনা যাচ্ছে সাকিব আল হাসানের নাম।

তবে তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার।তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম ছাড়াও এই তালিকায় রয়েছেন দুই তরুণ ক্রিকেটার লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ।

এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। তবে এই মুহূর্তে টেস্ট সাফল্যর চেয়ে এ ফরম্যাটে সংস্কৃতি বদলে দিতে পারেন, এমন কাউকে চাইছে বিসিবির।

দলের টিম ডিরেক্টর ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, “অধিনায়ককে নিজের পারফরম্যান্স করতে হবে। মাঠে দলেরও পারফরম্যান্স লাগবে।

সাথে ড্রেসিংরুমের পরিবেশটা সামলানোও গু'রুত্বপূর্ণ। দলের সংস্কৃতি উন্নতি করাটাও জরুরি। এ ক্ষেত্রে অধিনায়কের ভূমিকা'টা অনেক বেশি থাকে।”

তবে লিটনের ওপর খুব একটা ভরসা রাখতে পারছেন না খালেদ মাহমুদ,”সত্যি বললে, লিটন খুবই অন্তর্মুখী একজন ক্রিকেটার। আমি সব সময় খোলা মনের কাউকে পছন্দ করি।

আমি বলবো, লিটন বেশ পরিষ্কার মাথার একজন। ওর ক্রিকেট জ্ঞান খুবই ভালো। যেটা বললাম যে, এটাতো আসলে এমন কাউকে দিতে হবে, যে সামনে থেকে নেতৃত্ব দিবে।”

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!